Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে মৌলভীবাজার জেলা কারাগার

ক) বৃটিশ আমলে আসাম প্রদেশের সিলেট জেলার মৌলভীবাজার মহকুমায় ১৯১৭-১৮ইং সালে মৌলভীবাজার মহকুমা/উপকারাগার স্থাপিত হয়। মৌলভীবাজার মহকুমাকে জেলায় উন্নীত করার পর ১৯৮৮ সালে উক্ত কারাগারটিকে জেলা কারাগারে উন্নীত করা হয়। শহরের কেন্দ্রস্থলে জজ কোর্টের সন্নিকটে অবস্থিত পুরাতন কারাগারের জায়গা কম হওয়ায় ও বন্দীদের আবাসন না হওয়ায় শহর হতে ৫ কিঃ মিঃ দূরে মৌলভীবাজার- ঢাকা রোডের গোমড়া মৌজায় ৭.৬৬ একর জমির উপর নতুন ভাবে মৌলভীবাজার জেলা কারাগার নির্মাণ করা হয়। নবনির্মিত এ কারাগারটি বিগত ১১/০৯/২০০৪ খ্রিঃ তারিখে উদ্ধোধন করে পুরাতন কারাগার হতে নতুন কারাগারে বন্দী স্থানান্তর করা হয়। বর্তমানে অত্র কারাগারের মোট জনবল ৯০ জন।