Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মৌলভীবাজার জেলা কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না।সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।


ইতিহাস

বৃটিশ আমলে আসাম প্রদেশের সিলেট জেলার মৌলভীবাজার মহকুমায় ১৯১৭-১৮ইং সালে মৌলভীবাজার মহকুমা/উপকারাগার স্থাপিত হয়। মৌলভীবাজার মহকুমাকে জেলায় উন্নীত করার পর ১৯৮৮ সালে উক্ত কারাগারটিকে জেলা কারাগারে উন্নীত করা হয়। শহরের কেন্দ্রস্থলে জজ কোর্টের সন্নিকটে অবস্থিত পুরাতন কারাগারের জায়গা কম হওয়ায় ও বন্দীদের আবাসন না হওয়ায় শহর হতে ৫ কিঃ মিঃ দূরে মৌলভীবাজার- ঢাকা রোডের গোমড়া মৌজায় ৭.৬৬ একর জমির উপর নতুন ভাবে মৌলভীবাজার জেলা কারাগার নির্মাণ করা হয়। নবনির্মিত এ কারাগারটি বিগত ১১/০৯/২০০৪ খ্রিঃ তারিখে উদ্ধোধন করে পুরাতন কারাগার হতে নতুন কারাগারে বন্দী স্থানান্তর করা হয়। বর্তমানে অত্র কারাগারের মোট জনবল ৯০ জন।  কারাগারে বন্দি ধারণ ক্ষমতা ৩১৬ জন, পুরুষ ২৮৬ জন, মহিলা ৩০ জন এবং ডিভিশন প্রাপ্ত বন্দির ধারণ ক্ষমতা ০৪ জন।