বৃটিশ আমলে আসাম প্রদেশের সিলেট জেলার মৌলভীবাজার মহকুমায় ১৯১৭-১৮ইং সালে মৌলভীবাজার মহকুমা/উপকারাগার স্থাপিত হয়। মৌলভীবাজার মহকুমাকে জেলায় উন্নীত করার পর ১৯৮৮ সালে উক্ত কারাগারটিকে জেলা কারাগারে উন্নীত করা হয়। শহরের কেন্দ্রস্থলে জজ কোর্টের সন্নিকটে অবস্থিত পুরাতন কারাগারের জায়গা কম হওয়ায় ও বন্দীদের আবাসন না হওয়ায় শহর হতে ৫ কিঃ মিঃ দূরে মৌলভীবাজার- ঢাকা রোডের গোমড়া মৌজায় ৭.৬৬ একর জমির উপর নতুন ভাবে মৌলভীবাজার জেলা কারাগার নির্মাণ করা হয়। নবনির্মিত এ কারাগারটি বিগত ১১/০৯/২০০৪ খ্রিঃ তারিখে উদ্ধোধন করে পুরাতন কারাগার হতে নতুন কারাগারে বন্দী স্থানান্তর করা হয়। বর্তমানে অত্র কারাগারের মোট জনবল ৯০ জন। কারাগারে বন্দি ধারণ ক্ষমতা ৩১৬ জন, পুরুষ ২৮৬ জন, মহিলা ৩০ জন এবং ডিভিশন প্রাপ্ত বন্দির ধারণ ক্ষমতা ০৪ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস